নাবাডেষ্ক : সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাগেশ্বরী ওলামাকেরাম ও তৌহিদী জনতা পরিষদ।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তৌহিদী জনতার ব্যানারে কোরা অবমাননা ও পার্বত্য অঞ্চলে অধিপত্যের প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আল-কোরআন অবমাননার প্রতিবাদে নাগেশ্বরীর তাওহীদী মুসলিম জনতার ক্ষোভের বহি:প্রকাশ প্রকাশ পায় আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এ। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামী রাজনৈতিক ও অরাজনৈতিক দলের সিনিয়র ও জুনিয়র নেতৃত্বের একাংশ, আলেমসমাজ, ছাত্রসমাজ এবং সাধারণ মুসলিম সমাজের ছোট-বড় সকলেই। যেখানে আমাদের সম্মানিত আলেম সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা ফিরদাউস হাসান , আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সজল,মাওলানা আব্দুল মজিদ প্রমুখ এবং সমাপনী বক্তব্য ও দোয়া করেন নাগেশ্বরীবাসীর মুরুব্বি ও মাথার তাজ মাওলানা আমিনুল ইসলাম (হাফি:)।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোকিত দিশারী। কুরআন অবমাননা গভীরভাবে আঘাত করে মুসলমানদের হৃদয়ে। যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে। সরকারকে উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এ সময় তারা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
