নাবাডেষ্ক : নাগেশ্বরীতে বাস চাপায় অটোরিকশা চালক ও শিশুসহ চার জনের প্রাণহানি ঘটেছে। চিকিৎসাধীন রয়েছে গুরুতর আহত আরও একজন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান।
প্রত্যক্ষদর্শী উমা চরণ ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, ১১ নভেম্বর সন্ধ্যায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক ধরে ভুরুঙ্গামারী থেকে আসছিল নৈশ কোচ রিজভী পরিবহন। আলেপের তেপথি এলাকায় জুলেখো পাম্পের কাছে হঠাৎ বিপরীত দিক থেকে আসা এক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।অটোরিকশায় একই পরিবারের ৪ জন ছিলেন। সংঘর্ষের ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মাটির ঢিপির উপরে অটোরিকশাটি তুলে দেন।
এ সময় বাসচালক পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অটোরিকশাটি উল্টে যাত্রীসহ বাসের পিছন দিকে চাকার নিচে পড়ে যায়। এতে দুমরে মুচরে যায় অটোরিকশাটি। চাকায় পিষ্ট হয়ে মারা যায় অটোচালক রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া মাস্টারের মোড় গ্রামের সমুদ্দি মিয়ার ছেলে আব্দুল জলিল (৫৫) ও যাত্রী একই ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ বড়বাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিশু সুমাইয়া (৪)। আহত হয় শিশুটির বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন।
দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৯ টায় রংপুরে নেওয়ার পথে মারা গেছে শহিদুল ইসলাম, তার মা সুফিয়া খাতুন। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শহিদুলের স্ত্রী শাহানাজ বেগম।
বাস চালক কুড়িগ্রাম পলাশবাড়ী এলাকার রমজান আলীর ছেলে মকবুল হোসেন (৩১) জানান, সংস্কার কাজ চলায় অর্ধেক রাস্তা খনন করা হয়েছে। একপাশের অপ্রশস্ত একটি জায়গা ধরে আমি যাচ্ছিলাম। হঠাৎ সামনে চলে আসা অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাটির ঢিবির উপরে উঠে যায়। তাকে পাশ কাটিয়ে চলেও এসেছি। সম্ভবত অটোরিকশাটি ঢিবি থেকে উল্টে যাত্রীসহ বাসের পিছনের চাকার নিচে পড়ে গেছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান জানান, এ ঘটনায় অটোচালক ও একই পরিবারের ৩ জন মারা গেছে। একজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চালকসহ দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা হয়েছে।