পরিক্ষামুলক কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো গাঁজা পরিবহনকালে নারীসহ আটক -৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো গাঁজা পরিবহনকালে নারীসহ আটক -৩





 নাবাডেষ্ক : ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক কারবারি কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ২৫ জুন শুক্রবার সকালে উপজেলার আছিয়ার বাজার নামক স্থানে শরীরের মধ্যে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো গাঁজা পরিবহনকালে ওই তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ ‌। 


আটককৃত মাদক কারবারিরা হলেন, নাটোর জেলার তেবাড়িয়া গ্রামের হাসান আলীর স্ত্রী আকলিমা বেগম (৪৮), বগুড়া জেলার কাহালু থানার তেতুলিয়া পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম (৩৮), একই গ্রামের মৃত আবু জাফর সরকারের ছেলে জাকির হাসেন ( ২৪)।


এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় জানান, আটক ওই মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আগের বার্তা পরের বার্তা

Contact Form