পরিক্ষামুলক বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা আহবায়ক কমিটি অনুমোদন।

বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা আহবায়ক কমিটি অনুমোদন।



আনোয়ার হোসেন আরিফ,ভূরুঙ্গামারী: মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধে অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো শীর্ষক স্লোগান প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে।


রবিবার (২২ শে আগষ্ট) বিকাল ৪ টায় কুড়িগ্রাম শহরের মোল্লাপাড়ার শহীদ ওহাব সড়ক সংলগ্ন বাংলাদেশ প্রেস ক্লাব কুড়িগ্রাম জেলা শাখার অস্হায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে  সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ, সাহসী ও ভালো মানষিকতার অধিকারী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কুড়িগ্রাম জেলা কমিটি। ও এরই ধারাবাহিগতায় বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় পেইজে প্রকাশ করেছে।


এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব এর কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক ও উদ্যাক্তা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ। 

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক, সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম আহবায়ক, সাংবাদিক সুরুজ্জামান, যুগ্ম আহবায়ক সাংবাদিক এস এম আশরাফুল আলম সবুজ. যুগ্ম আহ্বায়ক ,সাংবাদিক মোখলেছুর রহমান মন্ডল, সদস্য সচিব, সাংবাদিক খন্দকার আলপ্ত গীন (স্বপন) , সদস্য সাংগঠনিক,সাংবাদিক লুৎফর লিটন ও সদস্য অর্থ,সাংবাদিক মোখলেছুর রহমান লিমন।


কমিটি ঘোষণা আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের দীর্ঘায়ু কামনা করা হয়।এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ প্রেস ক্লাব, কুড়িগ্রাম জেলা শাখা ও বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা, দেশ-জাতি ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।


এছাড়াও সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ সাহসী ও ভালো মানসিকতার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি আগামী ৩ মাসের মধ্যে দেয়ার নির্দেশনা রয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের ঘোষিত কর্মসূচী ফোনে ফোনে রক্তদান কর্মসুচী বাস্তবায়নের উদ্যেগ নেয়া হয়েছে।


সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রেস ক্লাব পরিচালনার জন্য সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগের বার্তা পরের বার্তা

Contact Form