নাবাডেষ্ক : নাগেশ্বরী উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ বাবলু মিয়া (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এদিন ভোরের দিকে ওই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা হিরারকুটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবলু একই উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারটারী গ্রামের হানিফ আলীর ছেলে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরের দিকে উপজেলার ধনীগাগলা হিরারকুটি এলাকায় বাইসাইকেলে তিনটি বস্তাসহ আরোহী বাবলুকে আটক করা হয়। এ সময় ওই তিনটি বস্তা থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
খবর ও ছবি :বাংলানিউজ