নাবাডেষ্ক :নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর হোসেন (২৪) পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপরজন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের বেড়াকুটি বানারভিটা গ্রামের জহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (১৯)।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, বুধবার সকাল সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলায় অভিযান চালায় পুলিশ।
এ সময় তারা আলমগীর ও জাকির হোসেনকে ওই এলাকার টেপুর মোড় থেকে আটক করে। তাদের ১০০ সিসি বাজাজ মোটরবাইকের সীটের নিচে বিশেষ কায়দায় ৫ কেজি গাঁজা ভরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলাহাজতে পাঠানো হয়েছে।
খবর ও ছবি : কির্তীকা সেন বিল্টু,অবজারভার।