রিয়াদ ইসলাম,নাগেশ্বরী: নাগেশ্বরী উপজেলার ফকিরের হাটে সেচ্চা সেবামুলক কাজের উদ্দেশ্যে তরুণদের নিয়ে "একতা যুব উন্নয়ন, সেবা ফাউন্ডেশন " নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
গতকাল ১৯ সেপ্টেম্বর তারিখে ফকিরের হাটে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুছা বাবুকে সভাপতি এবং মোঃ আল আমিনকে যুগ্ন আহবায়ক করে একবছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে সমাজ উন্নয়ন, স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, “আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে চাই"।
উপস্থিত ছিলেন একতা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ সাইদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠন এর সদস্য।
আগামী এক বছরের জন্য সহ সভাপতি :- রেজাউল ইসলাম বাবু, সাধারন সম্পাদক :- হারুন ওর রশিদ সাংগঠনিক সম্পাদক :-হাবিবুর রহমান হাবিব (হাবেল)।অর্থ সম্পাদক :-মোরশেদা খাতুন প্রচার সম্পাদক :-রিয়াদ ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক :-মো: শরিফুল ইসলাম। মা ও শিশু বিষয়ক সম্পাদক :-ফাহমিদা খাতুন, সাংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক :-রেজাউল ইসলাম। এনজিও সম্পাদক :-মোহাম্মদ সবুর আলী। দপ্তর সম্পাদক :- আনিছুর ইসলাম। কার্যকার সদস্য :-হাফিজুল ইসলাম, হিমেল রানা ,রাকিব বাবু
উল্লেখ্য,গতবছরে একতা যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলেও তখন কোনো কার্যকারি কমিটি ছিলো না।কিন্তু একতা যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের সদস্যরা গত ৯ মাসে ২৪০ ব্যাগ রক্তদান করে।
 

