পরিক্ষামুলক ২৫ বছর পালিয়েও রক্ষা হলো না

২৫ বছর পালিয়েও রক্ষা হলো না


নাবাডেষ্ক: ভূরুঙ্গামারীতে ১৬ বছর সাজাপ্রাপ্ত আসামিকে ২৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার হাসপাতাল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা গ্রামের মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে কাজী আজানুল হক (৬৫)।


পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে সরকারি গম আত্বসাতের একটি মামলা হয় বালিয়াডাঙ্গী থানায়। মামলা নং ৬ তারিখ ৩১ জুলাই ১৯৯৪ সাল, জিআর নং ৩১/৯৪। উক্ত মামলায় ঠাকুরগাঁও আদালত তাকে ১৬ বছর সাজা প্রদান করে। এদিকে মামলা হওয়ার পর থেকে কাজী আজানুল হক আত্মগোপনে ছিলেন। পরে রোববার (২৯ আগস্ট) ভোরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল পাড়ায় আসামির ২য় স্ত্রীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আরটিভি নিউজকে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি কাজী আজানুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ওয়ারেন্টভুক্ত এবং ঠিকানা জটিলতা নিরসনের মাধ্যমে যেসব ওয়ারেন্ট ভুক্ত আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

খবর ও ছবি: আরটিভি 


আগের বার্তা পরের বার্তা

Contact Form